ঢাকাসোমবার , ২১ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিকেও চমকাতে চায় হাঙ্গেরি

দিনাজপুর বার্তা
জুন ২১, ২০২১ ৩:২০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ইউরোর মঞ্চে শনিবার রাতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছে হাঙ্গেরি। আসরের অন্যতম ফেভারিটদের সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে। ছোট্ট একটা দলের জন্য এর চেয়ে বেশি প্রাপ্তি কী হতে পারে? প্রথমার্ধের যোগ করা সময়ে আতিলা ফিওলার গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে ৬৬তম মিনিটে আঁতোয়ান গ্রিজমানের গোলে সমতায় ফেরে ফ্রান্স। হাঙ্গেরির প্রতিপক্ষ এখন জার্মানি। ম্যাচ শেষে হাঙ্গেরি কোচ মার্কো রস্সি বলেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষেও তার দল বিস্ময় উপহার দিতে প্রস্তুত। তার ভাষায়, ‘আমাদের পা মাটিতে রাখতে হবে। আমি দাম্ভিক নই এবং বলছি না যে আমরা মিউনিখে জিতব। তবে সমানে লড়াই করতে আমরা যথাসাধ্য চেষ্টা করব। শনিবার স্টেডিয়ামে আমাদের যেমন দর্শক ছিল, অথবা পর্তুগালের বিপক্ষে, এমনকি পাঁচ বছর আগের ২০১৬ ইউরোয়। আমাদের সমর্থকরা অনন্য, আমরা তাই তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি।’ দুই ম্যাচ থেকে হাঙ্গেরির প্রাপ্তি ১ পয়েন্ট। দলটির কয়েকজন দারুণ খেলোয়াড় সবে ২০ বছরে পা দিতে যাচ্ছে। এই তরুণদের গড়ে তুলছেন মার্কো রস্সি। আগামী বুধবারের সেই ম্যাচে নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত তার দল। তিনি আরও বলেন, ‘আমরা বেড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছি। পুরো ম্যাচে আমরা ফ্রান্সের সঙ্গে সমানে লড়েছি। আমার বিশ্বাস, এটা জার্মানির বিপক্ষে আমাদের উজ্জীবিত করবে এবং আশা করি আমরা ভালো একটা ফল পাব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।