ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডের স্কোয়াডে নাঈম

দিনাজপুর বার্তা
মে ২৭, ২০২১ ৩:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী শুক্রবার লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগেই বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগে দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৫ জনের সঙ্গে নতুন করে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান নাঈম শেখ।
মূলত লিটনের ব্যর্থতার কারণেই সুযোগ তৈরি হয়েছে নাঈমের। সর্বশেষ ৮ ওয়ানডের কোনওটিতেই বড় স্কোর গড়তে পারেননি লিটন। ৮ ম্যাচে লিটনের সর্বোচ্চ রান ছিল ২৫, যা মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেছিলেন। এর ফলে শুক্রবার তৃতীয় ম্যাচটিতে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে নাঈমকে। প্রথম দুই ম্যাচের জন্য ১৫ জনের দলে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন নাঈম। দেশের জার্সিতে নয়টি টি-টোয়েন্টির পাশাপাশি একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। যদিও গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র ওয়ানডে ম্যাচটিতে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। লিস্ট ‘এ’ক্রিকেটে ৪২ ম্যাচে নাঈম ৪৫.৫২ গড়ে ১ হাজার ৮২১ রান করেছেন। যেখানে ৪টি সেঞ্চুরির পাশাপাশি ১২টি হাফসেঞ্চুরি রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচটিতে ৩৩ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচটিতে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে ১০৩ জিতেছে স্বাগতিকরা। এই জয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তামিম-মুশফিকরা। তৃতীয় ওয়ানডের দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।