ঢাকামঙ্গলবার , ১১ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

করোনার প্রথম ডোজ নিলেন কোহলি

দিনাজপুর বার্তা
মে ১১, ২০২১ ৩:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনার প্রথম টিকা নিলেন বিরাট কোহলি। সোমবার করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করে দেশবাসীকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান তিনি। ভারত অধিনায়ক তার টুইটারে লিখেন, ‘‘যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন, নিরাপদে থাকুন।’’ ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ভারতীয় টেস্ট দলের প্রতি ক্রিকেটারের কোভিড ১৯ টিকাকরণ বাধ্যতামূলক করেছে বিসিসিআই ও ভারত সরকার। যদিও টিকার দ্বিতীয় ডোজ দেশে নিতে পারবেন না বিরাট কোহলিরা। সেই সময় তারা জো রুটদের দেশে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত থাকার কথা। তাই ভারতীয় ক্রিকেটারদের করোনা টিকার দ্বিতীয় ডোজ ইংল্যান্ডেই দেওয়া হবে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, কীভাবে ভারত থেকে পাঠানো যায় টিকা, তা নিয়ে ব্রিটেন প্রশাসনের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের কথা চলছে বলে জানা যায়। বিরাট কোহলি এবং ইশান্ত শর্মার আগে কোভিড ১৯ টিকা নিয়ে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে টিকা নিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও। ভারতীয় টেস্ট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাবেন ইশান্ত শর্মা। তার আগে তিনিও নিয়ম মেনে দিল্লিতে কোভিড ১৯ টিকা নিয়েছিলেন। টিকা নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলারের স্ত্রী প্রতিমা সিং। দম্পতির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।করোনার জেরে আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় এখন বিরাটদের পরবর্তী গন্তব্য ইংল্যান্ড। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পাশাপাশি সিরিজও খেলবে ভারত। ওই সফরের আগেই ভারতীয় দলের সব ক্রিকেটারদের ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করেছে বিসিসিআই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।