ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ফের চোট পেলেন রামোস

দিনাজপুর বার্তা
মে ৯, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ফের চোট পেলেন সের্হিও রামোস। আবার মাঠে বাইরে চলে যাওয়ায় এই ডিফেন্ডারের মৌসুম শেষ হয়ে যাওয়ার শঙ্কা জেগেছে। এক বিবৃতিতে শনিবার অধিনায়কের বাঁ পায়ের পেশির চোটের বিষয়টি জানায় রিয়াল। চোট থেকে ৩৫ বছর বয়সী ফুটবলারের সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি। গত বুধবার চেলসির বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন রামোস। এই ম্যাচ দিয়েই এক মাসেরও বেশি সময় পর ফিরেছিলেন তিনি। চলতি মৌসুমের শুরু থেকে চোট খুব ভোগাচ্ছে রামোসকে। গত জানুয়ারিতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হেরে যাওয়া স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ব্যথা নিয়েই খেলেছিলেন রামোস। এরপর প্রায় দুই মাস পর ১৩ মার্চ ফিরেছিলেন মাঠে। এর কিছু দিন পর আবার চোট পান। সেটা থেকে ফিরে খেললেন চেলসির বিপক্ষে। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে অনিশ্চিত রামোস, মৌসুমের বাকি থাকা পরের তিন ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় আছে। নতুন করে চুক্তি না হলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি রিয়ালের হয়ে রামোসের শেষ ম্যাচ হয়ে থাকতে পারে। আগামী ৩০ জুন শেষ হবে ইউরোপের সফলতম দলটির সঙ্গে রামোসের চুক্তির মেয়াদ। চুক্তি নবায়নের বিষয়টি ঝুলে আছে এখনও। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ২ পয়েন্টে পিছিয়ে রিয়াল। লিগে আর বাকি চার রাউন্ডের খেলা। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট সমান ৭৪ করে, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে রিয়াল। সেভিয়ার পয়েন্ট ৭০।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।