ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল ঘোষণা

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৯, ২০২১ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আগের টেস্টের মতো এবারও ম্যাচ শুরুর আগের দুপুরে ঘোষণা করা হলো বাংলাদেশের স্কোয়াড। প্রথম টেস্টের ১৫ জনের স্কোয়াড থেকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। শ্রীলঙ্কা তাদের স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে আগেই, যার একটি বেশ উল্লেখযোগ্য। বাড়তি স্পিনার যোগ করেছে তারা চায়নাম্যান বোলার লাকশান সান্দাক্যানকে নিয়ে। কিন্তু বাংলাদেশ বাড়তি কোনো স্পিনার নেয়নি স্কোয়াডে। অফ স্পিনার নাঈম হাসান ও অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম দলের সঙ্গে থাকলেও স্কোয়াডে জায়গা হয়নি তাদের। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্পিন আক্রমণ তাই পরিবর্তন আসছে না নিশ্চিতভাবেই। ১৫ সদস্যের স্কোয়াডে পেসার যথারীতি চারজন। একাদশে পেস আক্রমণে অবশ্য পরিবর্তন আনার সুযোগ আছে। প্রথম টেস্টে খেলেছিলেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি। ডানহাতি তিন পেসারের কোনো একজনের বদলে বাঁহাতি শরিফুল ইসলামকে খেলানোর কথা ভাবতে পারে দল। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্ট হয়েছিল ড্র। দ্বিতীয় টেস্ট বৃহস্পতিবার থেকে। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে সাইফ হাসানকে আরেকটি সুযোগ দেওয়ার কথা ম্যাচের আগের দিনই নিশ্চিত করেছেন কোচ রাসেল ডমিঙ্গো। বিকল্প ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন সাদমান ইসলাম। দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।