ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যথাসময়েই: আইসিসি

দিনাজপুর বার্তা
এপ্রিল ২২, ২০২১ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনার দাপটে জেরবার হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে চিন্তিত নয় আইসিসি। সাউদাম্পটনে পূর্ব নির্ধারিত ১৮ জুনেই ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালটি শুরু হবে বলে আশা রাখছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আয়োজক ইংল্যান্ড ফাইনালিস্ট ভারতকে লাল তালিকাভুক্ত করার পরই শঙ্কা তৈরি হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন প্রায় তিন লাখের কাছাকাছি সংক্রমণ হচ্ছে। করোনার এই দাপটের কারণেই সোমবার ভারত সফর বাতিল করেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। সেদিনই জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতীয়দের জন্য ব্রিটেনে প্রবেশ আপাতত বন্ধ। ভারতকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে। তাই বিরাট কোহলিদের ইংল্যান্ড যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে আইসিসি বিষয়টি নিয়ে এখনই ভাবতে রাজি নয়। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী জুনে, এখনও দেড় মাসের বেশি সময় বাকি। আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘লাল তালিকাভুক্ত দেশগুলোর বেলায় কী কী নিয়ম, সেসব নিয়ে আমরা ব্রিটেন সরকারের সঙ্গে কথা বলছি। করোনার এই কঠিন সময়ে কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড) ও অন্যান্য দেশের বৈঠক হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে, আগামী জুনে ব্রিটেনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে।’ তবে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু এই বিষয়ে জোর দিয়ে কোনো কথা বলতে পারছে না। বিসিসিআইর এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন যে, এ মুহূর্তে কোনো কিছু বলা আসলে বেশ কঠিন। তাদের আশা, জুনের শুরুতে ভারত হয়তো লাল তালিকায় থাকবে না। তবে থাকলেও ক্রিকেট দলের জন্য দশ দিনের কঠোর কোয়েন্টাইন দিয়ে ফাইনালে অংশগ্রহণের সুযোগ দিতে ব্রিটেন সরকারকে তারা অনুরোধ জানাবেন। ব্রিটিশ মিডিয়া অবশ্য বলছে, ফাইনালের বিষয়টি বিশেষ বিবেচনা করবে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।