ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সিলিন্ডার দিয়ে অনুশীলনে সানোয়ার!

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ৩, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :- করোনাভাইরাসের ছোবলে পুরোপুরি ষষ্ঠ রাউন্ডও শেষ হতে পারেনি। স্থগিত হয়ে আছে প্রিমিয়ার লিগ। এই অল্প সময়ের মধ্যে দ্যুতি ছড়িয়েছেন কয়েকজন তরুণ। ইঙ্গিত দিয়েছেন পাদপ্রদীপের আলোয় উঠে আসার। -এর পাঠকদের জন্য থাকছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার সানোয়ার হোসেনের গল্প। কি আর করব? গ্যাসের সিলিন্ডার দিয়ে অনুশীলন করছি-কথাটি শুনতেই চোখ কপালে ওঠার জোগাড়! কিন্তু সানোয়ারের কী-ই বা করার আছে। করোনাভাইরাসের কারণে লিগ স্থগিত হওয়ায় হঠাৎ করে মিলেছে ছুটি। তাড়াহুড়ো করে যশোরে ফেরার পর যে জিমনেশিয়ামে ঘাম ঝরানো চলছিল, সেটাও বন্ধ দিনকয়েক আগে থেকে। নিরুপায় সানোয়ার তাই বারবেল-ডামবেলের কাজ সারছেন গ্যাসহীন সিলিন্ডার দিয়ে। এই ঘাম, শ্রমের লক্ষ্য একটাই-ফুটবলের আঙিনায় নিজের সম্ভাবনাকে পূর্ণতা দেওয়া। প্রিয় খেলোয়াড় রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচের মতো মাঝমাঠটা মুঠোয় রাখা কিংবা জাহিদ হাসান, জামাল ভ‚ইয়ার সমকক্ষ হয়ে ওঠা। যার পরিচর্যায় বর্তমানে বেড়ে উঠছেন, সেই রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানীরও দৃঢ় বিশ্বাস, আগামী দিনের নির্ভরযোগ্য মিডফিল্ডার হয়ে ওঠার সামর্থ্য আছে সানোয়ারের। “ছেলেটা খুবই পরিশ্রমী। প্রচুর পরিশ্রম করতে পারে। গতি আছে। শক্তিও মোটামুটি খারাপ নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, ও তরুণ। ভবিষ্যতে জামালের মতো নির্ভরযোগ্য মিডফিল্ডার হয়ে উঠতে পারবে কিনা, তা এখনই বলা কঠিন। তবে যেভাবে পরিশ্রম করছে, যদি কুইক পাসিং, পাসিং অ্যাকুরেসি-এই দিকগুলোতে উন্নতি করতে পারে, তাহলে দক্ষ মিডফিল্ডার হয়ে উঠবে।” দক্ষ হয়ে ওঠতে চাই ভালো ফিটনেস। আর সেই ফিটনেস নিশ্চিত করার দুর্নিবার প্রচেষ্টার কারণে গ্যাসের সিলিন্ডার তাই হয়ে গেছে সানোয়ারের অনুশীলনের অনুসঙ্গ। অবশ্য পরিকল্পনার দিক থেকেও যশোর থেকে উঠে আসা এই মিডফিল্ডার বেশ পরিণত। তা না হলে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের তাবু ছেড়ে কেনো নোঙর ফেলবেন রহমতগঞ্জে? “ভবিষ্যৎ নিয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলেছিলাম, তারা পরামর্শ দিলেন এই মুহূর্তে মাঠে নিয়মিত খেলার সুযোগ পাওয়াটাই আসল। ইমন বাবু ভাইও বললেন-এখন তোমার খেলার বয়স, যেখানে বেশি খেলার সুযোগ পাবে, সেখানে যাওয়াই ভালো। কিংসও তখন রাখবে কিনা-পরিষ্কার কিছু বলছিল না; আমিও দেখলাম রহমতগঞ্জে গেলে বেশি খেলার সুযোগ পাওয়া যাবে, চলেও এলাম।” চাওয়াটা পূরণ মোটামুটি পূরণ হয়েছে। লিগে রহমতগঞ্জের খেলা ছয় ম্যাচের মধ্যে সানোয়ার খেলেছেন তিনটিতে। গোলও করেছেন একটি। কিংসের হয়ে গত লিগে মাত্র এক ম্যাচ খেলার তুলনায় যা ঢের বেশি। গতবার কিংসের জার্সিতে ওই ম্যাচে খেলেছিলেন মাত্র ১৫ মিনিট। রহমতগঞ্জের হয়ে এরইমধ্যে খেলে ফেলেছেন ২৫৭ মিনিট। ২০১৭ সালে ইস্টার্ন ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল দিয়ে ঢাকা পর্ব শুরু সানোয়ারের। ওই বছরের মাঝামাঝি পিডবিøউডির হয়ে খেলেন প্রথম বিভাগ ফুটবলে। ২০১৭-১৮ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে কিংসের প্রিমিয়ার লিগের মঞ্চে উঠে আসায় অবদান ছিল তারও। কিন্তু গত লিগের পর কিংসের সঙ্গে বনিবনা হয়নি। রহমতগঞ্জ হয়েছে নত্নু ঠিকানা। সাত ভাই-বোনের বড় সংসারে বেড়ে ওঠা সানোয়ার তাতে ভেঙে পড়ছেন না মোটেও। বড় বোন নিলুফা ইসলাম শান্তা আনসারে, বড় ভাই সরোয়ার হোসেন খেলছেন ভিক্টোরিয়া এফসিতে। তিনি পেরিয়েছেন লিগের চৌকাঠ। দ্রæতই কড়া নাড়তে চান জাতীয় দলের দুয়ারে। “স্বপ্ন তো আছেই জাতীয় দলের হয়ে খেলার; দেশকে প্রতিনিধিত্ব করার। ছোটবেলা থেকে পরিবারের সবাই আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফুটবল দিয়েই আমি পরিবারের মুখ উজ্জ্বল করতে চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।