ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করলেন হুইপ ইকবালুর রহিম এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১৬, ২০১৭ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম: জেলা প্রশাসক দিনাজপুর আয়োজিত দিনাজপুর জিমন্যাসিয়ামে চতুর্থ জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশনের সহ-সভাপতি সাজেদুর রহমান শিলুর সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি পুরস্কার বিতরণ করতে গিয়ে বলেন, খেলার মান উন্নয়নে দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় ময়দানকে সংস্কার করা হবে। দিনাজপুরের ক্রীড়া অঙ্গনকে আমি সাজিয়ে তোলার চেষ্টা করেছি। খেলার মান উন্নয়নে এবং খেলোয়াড়দের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে ৪শত জন খেলোয়াড়কে বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দিনাজপুর জিমন্যাসিয়ামকে সংস্কার করা হয়েছে এবং দিনাজপুর স্টেডিয়ামকে একটি আধুনিক স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হয়েছে। দিনাজপুরে খেলাধুলার মান উন্নয়নে ব্যবসায়ী এবং সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোটাঃ শামীম কবির। জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ৪৮টি দল অংশ গ্রহণ করে। তার মধ্যে তিনটি গ্রুপের মধ্যে উন্মুক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় হারুনুর রশিদ মুন-শামীম কবির, জুনিয়র দল চ্যাম্পিয়ন হয় ইমন-তানজিদ, রানার্স আপ হয় প্রিয়-আদি এবং চুড়ান্ত খেলায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও তার সহযোগি হারুনুর রশিদ মুন, রানার্স আপ হয় এডিসি (সার্বিক) গোলাম রাব্বাী ও তার সহকারী কলিন আহমেদ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।