ঢাকাসোমবার , ২৬ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে নমুনা শস্য কর্তন শুরু বাম্পার ফলনের সম্ভাবনা

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৬, ২০২১ ৩:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বতীপুর সংবাদদাতা ॥ চলতি ইরি-বোরো মৌসুমে দিনাজপুরের পার্বতীপুরে শস্য কর্তন শুরু হয়েছে। গতকাল রোববার সকালে পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকার শস্য ক্ষেতে উপস্থিত থেকে নমুনা শস্য কর্তনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান।
পার্বতীপুর উপজেলা কৃষি দপ্তর সুত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে পার্বতীপুর উপজেলায় ২২ হাজার ৭শ’ ৩৬ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ করা হয়েছে। এই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ২১ হাজার ৩শ’ ৬৯ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ হয়েছে বেশী জমিতে। এবারের আবাদও হয়েছে বেশ ভালো। ফলে কৃষকেরা বাম্পার ফলনের আশা করছেন। ধানের বাজার দরও বেশ ভালো। সব মিলিয়ে এই এলাকার কৃষকেরা ফুরফুরে মেজাজে রয়েছে।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান বলেন, ইতিমধ্যেই নমুনা শস্য কর্তন শুরু হয়েছে, আবহাওয়া অনুকুলে থাকলে এবারে ইরি-বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।