ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

মোফাচ্ছিলুল মাজেদ
ফেব্রুয়ারি ২০, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
হিলি সীমান্তের রায়ভাগ এলাকা থেকে ৪৮০পিচ ইয়াবা ও ১৬৮ বোতল ফেনসিডিলসহ রাহুল ইসলাম (২২) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি, আটক রাহুল ইসলাম হিলির নওপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া জানান, ভারত থেকে মাদক নিয়ে সীমান্তের ঘাসুড়িয়া এলাকা দিয়ে একদল মাদক কারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল ওই স্থানে অবস্থান নেয়। এসময় চারজন ব্যাক্তি ভারত থেকে দেশে প্রবেশ করতে লাগলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়, এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রাহুল ইসলামকে আটক করা হয়, বাঁকিরা পালিয়ে যায়।

পরে তার কাছে থাকা চটের বস্তা থেকে ১৬৮ বোতল ফেনসিডিল ও প্যান্টের পকেট থেকে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পুর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।