ঢাকাবৃহস্পতিবার , ৭ জুন ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ঈদের কাপড় কিনতে গিয়ে অপহরনের ৩ দিন পর দুইবছরের শিশু নুসরাত জাহান আফিসা’কে উদ্ধার করেছে পুলিশ।

মোফাচ্ছিলুল মাজেদ
জুন ৭, ২০১৮ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
ঈদের কাপড় কিনতে গিয়ে অপহরন হয় দুইবছরের শিশু কন্যা নুসরাত জাহান আফিসা। অনেক খোঁজা খুঁজির ৩ দিন পর মঙ্গলবার গভীর রাতে গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ উপজেলার বাগদা ইউনিয়ান পরিষদ ভবনের সামনে থেকে শিশুটিকে উদ্ধোর করে পুলিশ। শিশু নুসরাত জাহান আফিসা সে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলেজ পাড়া গ্রামের আখিনুরের মেয়ে।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, গত রোববার সকালে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে ঈদের কাপড় কেনাকাটা করার সময় কাপড়ের দোকান থেকে শিশুটি কৌশলে অপহরন হয়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মা’র কাছে তুলে দেন। তবে,পুলিশ এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।