ঢাকাসোমবার , ১০ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দায়সারা গোছে কৃষকের ভাগ্য নির্ধারণ কৃষকের উপস্থিতি ছাড়াই লটারী

দিনাজপুর বার্তা
মে ১০, ২০২১ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলবাড়ী সংবাদদাতা ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে কোন প্রকার প্রচার-প্রচারণা ও কৃষকের উপস্থিতি ছাড়াই দায়সারা গোছে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে উপজেলার ১ হাজার কৃষকের ভাগ্য।
৯ মে রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে আগ্রহী ৪ হাজার ৩৭২ জন কৃষকের তালিকা থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ১ হাজার কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
উন্মুক্ত লটারি উপলক্ষে করা হয়নি কোন প্রকার প্রচার-প্রচারণা। আয়োজিত লটারিতে ছিল না কোন কৃষকের উপস্থিতি। অনুষ্ঠানে সামনের সারিতে উপস্থিত অতিথিরা থাকলেও কৃষকদের জন্য আসনে শুধুমাত্র সাংবাদিকদের উপস্থিতি ছিল। কোন প্রকার বক্তব্য না রেখেই সরাসরি লটারি অনুষ্ঠিত হয়। এছাড়াও গত বছরের পুরোনো ব্যানারেই কাগজ সাটিয়ে তারিখ ও সাল পরিবর্তন করে দায়সারা গোছে করা হয়েছে উন্মুক্ত লটারি।
এবিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমান বলেন, আমরা প্রচার-প্রচারণা চালিয়েছি কিন্তু কোন কৃষক কেনো যে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে আসলেন না তা আমরা বুঝতে পারছিনা। তাই কৃষকের উপস্থিতি ছাড়াই লটারি করা হয়েছে। উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ৪ হাজার ৩৭২ জনের আবেদনের মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ১ হাজার কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কৃষকের কাছ থেকে দুই মেট্রিকটন করে মোট এক হাজার ৯৯৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।
এবিষয়ে উন্মুক্ত লটারিতে উপস্থিত প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, উন্মুক্ত লটারি অনুষ্ঠানে আমি উপস্থিত আছি। এখানে কারচুপির কোন সুযোগ নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।