বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের শিষ্টাচার বর্হিভ’ত বক্তব্য প্রদান ও হত্যার হুমকির প্রতিবাদে এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল আয়োজন করেছে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শনিবার (৪ জুন) সকাল ১১ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন. সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আফছার আলী, যুগ্ম সম্পাদক এটিএম মামুন, শামীম আজাদ, ত্রাণ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসলাম, যুবলীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ রানা, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক এমদাদুল আসলাম ইশান প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে পথ সভা অনুষ্টিত হয়।
খবরটি অন্যদের সাথে সেয়ার করুনঃ