ঢাকামঙ্গলবার , ২২ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আসলাম বিপুল ভোটে বিজয়ী

দিনাজপুর বার্তা
জুন ২২, ২০২১ ২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ আসলাম (নৌকা) প্রতিকে ১০ হাজার ৯২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী স্বতন্ত্র প্রার্থী মোঃ নাহিদ পাশা চৌধুরী (জগ) পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট- এছাড়া নাজমুন নাহার মুক্তি (মোবাইল) ৮১১ ভোট, মোঃ হাবিবুর রহমান দুলাল (নারিকেল গাছ) ৫৪৫ ও কমরেড রশিদুল ইসলাম (হাতুড়ী) ১৩১ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা ১,২,৩ আসনে সামসাদ জাহান (মিতা), ৪,৫,৬ আসনে মোছাঃ আনজুয়ারা বেগম (ময়না), ৭,৮,৯ আসনে স্বপ্না রাণী রায়। কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম, ২নং ওয়ার্ডে আসাদুজ্জামান আসাদ ৩নং ওয়ার্ডে মোঃ রফিকুল আল-আমিন বাদশা ৪নং ওয়ার্ডে তাহের মৃধা ৫নং ওয়ার্ডে নাজিমুদৌল্লা নজু ৬নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম লিটন ৮নং ওয়ার্ডে মোঃ মামুন ৯নং ওয়ার্ডে মোঃ মুক্তার হোসেন। ২১ জুন সোমবার সকাল ৮টা হতে বিকাল ৪ পর্যন্ত চলে সেতাবগঞ্জ পৌরসভার ভোট। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল মোঃ আসলাম কে মেয়র পদে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন। সেতাবগঞ্জ পৌরসভার ২১ হাজার ৩৫৮ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ১৫২৬৪ শতকরা ভোট পড়েছে ৭০.৫৫ %। এই প্রথম বারের মত ইভিএম পদ্ধতিতে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার নেতৃত্ব দেন সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২১ এর রির্টানিং অফিসার ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এছাড়াও নির্বাচনটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন বোচাগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার মোঃ সামশুল আযম, কাহারোল এএসপি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী, দিনাজপুর জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের বিসিএস ক্যাডারভূক্ত কর্মকর্তাবৃন্দ, বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, র‌্যাব ১৩ ব্যাটালিয়ানের পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ, বোচাগঞ্জ থানার পুলিশ অফিসার, পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।