ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হল্পলাইন ১০৯ এবং ওসিসি দিনাজপুর এর কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক সেমিনার

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ১৫, ২০২০ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :- নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন ১০৯ এবং ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) দিনাজপুর এর কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, ১০৯ নাম্বারে ফোন করে মানুষ বিনামূল্যে সেবা পেতে পারে। বাল্য বিবাহ, নির্যাতনের শিকার নারী ১০৯, ৯৯৯, ৩৩৩ এসব নম্বরে যোগাযোগ করে সেবা নিতে সবাইকে অবহিত করেন। তিনি দিনাজপুর ওসিসিকে সেমিনার করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান বলেন, নারী নির্যাতন প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এর ফলে দেশের জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওসিসি স্থাপিত হয়েছে।
দিনাজপুর ওসিসি’র সমন্বয়কারী (প্রোগ্রাম অফিসার) মোঃ শফিউল আলম বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশু ওয়ান-স্টপ ক্রাইসিস সেল হতে প্রয়োজনীয় সব সেবা এখান থেকে পাবে। এখান থেকে মানুষ তথ্য পরামর্শ ও দিক নির্দেশনা পেয়ে থাকে।
উক্ত সেমিনারে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজেম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল কুদ্দুছ, ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ আহাদ আলী, বিএমএ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ বিকে বোসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।