ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

চীনে প্রবৃদ্ধির ধারায় ফিরছে স্বর্ণের চাহিদা

দিনাজপুর বার্তা
মে ৫, ২০২১ ৩:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ চীনে করোনাকালীন সংকট কাটিয়ে আবারো বাড়তে শুরু করেছে স্বর্ণের চাহিদা। বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে নাটকীয় কোনো পরিবর্তন দেখা না দিলে প্রাক-মহামারী ধারায় ফিরে আসবে মূল্যবান এ ধাতুর খাত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) বৃহস্পতিবার এ পূর্বাভাস দিয়েছে। খবর রয়টার্স। স্বর্ণালংকার ও বিনিয়োগের অংশ চীনের স্বর্ণের চাহিদাকে ত্বরান্বিত করছে উল্লেখ করে ডব্লিউজিসি চীনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং লিক্সিং বলেন, ২০১৯ সালের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে আমাদের প্রবৃৃদ্ধি অত্যন্ত ভালো ছিল। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, তবে আমরা নিশ্চিত যে মূল্যবান এ হলুদ ধাতুটি আরো প্রবৃদ্ধি অর্জন করবে। তিনি আরো বলেন, বাণিজ্যযুদ্ধের কারণে চীনের বাজার ছিল অনিশ্চয়তায় ভরপুর। ফলে মহামারীর দুই বছর আগেও চীনের ভোক্তারা তাদের চাহিদা নিয়ে অনিশ্চয়তায় ভুগতেন। তবে বর্তমানে এ অবস্থার উন্নতি ঘটেছে। এখন ভোক্তারা অনেক বেশি সুরক্ষিত ও আত্মবিশ্বাসী। স্বর্ণের ব্যবহারের দিক থেকে চীন বিশ্বের শীর্ষস্থানীয়। দেশটিতে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের একই সময়ে স্বর্ণের চাহিদা বেড়ে ২৮৬ দশমিক ৪ টনে দাঁড়িয়েছে। এদিকে চীনের স্বর্ণালংকারের চাহিদাও দিন দিন জোরালো হচ্ছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি, স্বর্ণের মূল্যহ্রাস এবং ছুটির দিনগুলোয় বিক্রি বেড়ে যাওয়ায় চাহিদা বাড়ছে পাল্লা দিয়ে। চীনে ঊর্ধ্বমুখী স্বর্ণের চাহিদার অর্ধেকেরও বেশি পূরণ করে স্বর্ণালংকার। এ বছরের প্রথম প্রান্তিকে স্বর্ণালংকারের চাহিদার পরিমাণ ছিল ১৯১ দশমিক ১ টন। ২০১৫ সালের পর প্রথম প্রান্তিকভিত্তিক হিসাব অনুযায়ী এটি সর্বোচ্চ বলে জানিয়েছেন ডব্লিউজিসি চীনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং লিক্সিং। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছর চীনে স্বর্ণের ব্যবহার এবং আমদানিতে ধস নেমেছিল। তবে গত বছরের শেষার্ধে দেশটির অর্থনৈতিক অবস্থার উত্তরণের সঙ্গে সঙ্গে মূল্যবান এ ধাতুটিও তার আগের অবস্থায় ফিরে যেতে শুরু করে। চলতি বছরের মার্চে হংকং হয়ে চীনে স্বর্ণের নিট আমদানি ছিল ২০১৯ সালের পর সর্বোচ্চ। চাহিদা বৃদ্ধির কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নতুন আমদানি কোটা ইস্যু করায় আমদানি বেড়ে যায়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চীন সরকার দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোকে বড় পরিসরে স্বর্ণ আমদানির অনুমতি দিয়েছে। কয়েক মাস ধরে চলা মূল্যহ্রাস ঠেকাতে এ উদ্যোগ নেয় দেশটি। এদিকে গত আগস্টে স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ৭২ ডলার ৫০ সেন্ট পর্যন্ত ওঠে, যা ছিল রেকর্ড সর্বোচ্চ। বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৭৪ ডলার ২ সেন্ট ২ ডলারে নেমে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।