ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

এনআরবিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

দিনাজপুর বার্তা
মে ৫, ২০২১ ৩:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংক বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে আসা এনআরবিসি ব্যাংক চলতি বছরেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্তির পরে এটাই তাদের প্রথম লভ্যাংশ। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে। আগামী ২৬ জুন সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৩১ মে। সেখানে অনুমোদন পেলে বেসরকারি ব্যাংকটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ৭৫ পয়সা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে ৫টি করে শেয়ার পাবেন। বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার ১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছিল। কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে। ২০১৯ অর্থবছরে এনআরবি কমার্শিয়াল ব্যাংক মুনাফা করেছিল ১১৫ কোটি ৩০ লাখ টাকা। পুঁজিবাজারে এ কোম্পানির ৭০ কোটি ২৫ লাখ ১৬ হাজার ৯৯৮টি শেয়ার আছে। এর মধ্যে ৭৩ দশমিক ৩২ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩ দশমিক ৪৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ২২ শতাংশ শেয়ার আছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বর্তমান বাজার মূলধন ৮৩৫ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৭০২ কোটি ৫২ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২৪৮ কোটি ৯৮ লাখ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।