ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইতে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

দিনাজপুর বার্তা
মে ৫, ২০২১ ৩:২২ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ সপ্তাহের প্রথম দিন সূচক বাড়ার পাশাপাশি তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫১৭ দশমিক শূন্য ১ পয়েন্ট হয়েছে। এ বাজারে ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের চেয়ে ২৩৪ কোটি টাকা বেশি। ডিএসইতে এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। সেদিন ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৮০টির দর বেড়েছে, ১০৪টির কমেছে; আর ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। এ বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হল- বেক্সিমকো লিমিটেড, প্রভাতী ইন্সুরেন্স, ন্যাশনাল ফিড মিল, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, সোনার বাংলা ইন্সুরেন্স, সামিট পাওয়ার, সিটি জেনারেল ইন্সুরেন্স ও ম্যাকসন্স স্পিনিং। ঢাকার পুঁজিবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি হল-কেপিসিএল, ম্যাকসন্স স্পিনিং, মতিন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেনিমস, মালেক স্পিনিং, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ড্রাগন সোয়েটার, মেট্রো স্পিনিং ও কুইন সাউথ টেক্সটাইল। আর সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি হল- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, রূপালী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, মাইডাস ফাইন্যান্স, নর্দান ইসলামি ইন্সুরেন্স, রেকিট বেনকাইজার, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান: স্কিম-২, অলটেক্স ইন্ডস্ট্রিজ ও আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১২৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এদিন ১৫ হাজার ৯৭৩ দশমিক শূন্য ৫ পয়েন্ট হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার ৩১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ৮২টির কমেছে এবং ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত রেকিট বেনকাইজার বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের ২০২০ সালে শেয়ার প্রতি ১৪০ টাকা বা ১৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। বেসরকারি খাতের সোস্যাল ইসলামি ব্যাংক ২০২০ সালে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৫০ পয়সা নগদ এবং প্রতি ১০০ শেয়ারে ৫টি নতুন শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। বীমা খাতে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্সুরেন্স জানিয়েছে, ২০২০ সালে তারা শেয়ার প্রতি ১ টাকা বা ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বিনিয়োগকারীদের। এ খাতের আরেক কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ২ টাকা বা ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, ২০২০ সালে শেয়ার প্রতি ১ টাকা বা ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে তারা। বাংলাদেশের পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২০ সালে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা বা ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলে জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।