ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকে ৫ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন

মোফাচ্ছিলুল মাজেদ
নভেম্বর ২৮, ২০২০ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ সেতাবগঞ্জ চিনিশিল্প রক্ষা কমিটির আহবায়ক ও আখচাষী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু বলেছেন, গুটি কয়েক অসাধু আমলা দেশের চিনিশিল্পকে ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি মন গড়া রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে তারা উল্লেখ করেছে ১কেজি চিনি উৎপাদনে নাকি ৩শ টাকা খরচ হয় যা সুভংকরের ফাঁকি রিপোর্ট। আমরা আমাদের এক্সপার্ট দিয়ে পরীক্ষা করে দেখেছি ১কেজি চিনি উৎপাদনে ৭২ থেকে ৭৫ টাকা খরচ হয়। তিনি বর্তমান শ্রমিক বান্ধব মানবতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে চিনিকলগুলো শ্রমিকের কারণে না আমলাদের কারণে লোকশানে যাচ্ছে সেই কমিটির তদন্ত রিপোর্ট অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে লক্ষ লক্ষ শ্রমিক পরিবারকে নিশ্চিত পথে বসার হাত থেকে রক্ষা করার অনুরোধ জানান। ২৮ নভেম্বর শনিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে কেন্দ্র ঘোষিত চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিলসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতির বক্তরে‌্য তিনি একথাগুলো বলেন। মানববন্ধনে চিনিশিল্প রক্ষা কমিটির সদস্য সচিব ও সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক/কর্মচারী ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সরকার, যুগ্ম সম্পাদক মোঃ করিম আলী মিলন, আখচাষী মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মামুনুর রশিদ নবাব, শ্রমিকদের মধে সিআইসি মোঃ মাহাবুব, মোঃ মাহাবুবুর রহমান, মোঃ জাফর আলী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও মানববন্ধনে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি ২০২০-২১ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল বীজ, সার ও কীটনাশক সহ সকল উপকরণ সরবরাহ ও ১৫টি চিনিকলের মাড়াই মৌসুমের তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত বয়লার ¯েøা-ফায়ারিং না করার দাবী জানিয়েছে শ্রমিক কর্মচারীবৃন্ধ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।