ঢাকারবিবার , ১০ মার্চ ২০১৯
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর প্রেসক্লাবে ডায়মন্ড ওয়ার্ল্ড এর স্বত্ত্বাধিকারী দিলীপ কুমার আগারওয়ালাকে সংবর্ধনা প্রদান

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ১০, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ ১০ মার্চ রোববার দিনাজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী, এফবিসিসিআই এর পরিচালক বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব দিলীপ কুমার আগারওয়ালা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এম আব্দুর রহিম মিলনায়তনে অনুষ্ঠিত ফাল্গুনী গোল্ড ও ডায়মন্ড জুয়েলারী উৎসব পরিদর্শনে এলে তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু’র সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। প্রধান অতিথি ডায়মন্ড ওয়ার্ল্ড এর স্বত্ত্বাধিকারী দিলীপ কুমার আগারওয়ালা বলেন, দিনাজপুরের জুয়েলারী শিল্পে উন্নয়তমানের অলংকার তৈরী’র তেমন কোন ভালো প্রতিষ্ঠান নেই। এ জেলাবাসীর সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে ডায়মন্ড ওয়াল্ডের একটি শোরুম দেয়ার চেষ্টা করব। তিনি আরো বলেন, বাংলাদেশের মধ্যে একটি সুন্দর প্রেসক্লাব হচ্ছে দিনাজপুর প্রেসক্লাব। এ প্রেসক্লাবে শতবছরের ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, প্রেসক্লাবের উন্নয়নের পাশাপাশি আমরা সাংবাদিকের উন্নয়নের জন্য বেশ কিছু প্রদক্ষেপ গ্রহণ করেছি। সমাজের বৃত্তশালী ব্যক্তিরা এগিয়ে এলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য মোফাসসেরুল রাশেদ মিলন, ইনক্লাবের ব্যুরো প্রধান মাহফুজুল হক আনার, ইন্ডিপেডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সালাউদ্দিন আহম্মেদ, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কংকন কর্মকার, আমাদের সময়ের জেলা প্রতিনিধি রতন সিং, প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, জনমতের স্টাফ রিপোর্টার কৌশিক বোস প্রমুখ।
উল্লেখ্য গত ৭মার্চ হতে ১০ মার্চ পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবে ফাল্গুনী গোল্ড ও ডায়মন্ড জুয়েলারী উৎসব উপলক্ষে তিনি দিনাজপুরে আসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।