ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৯, ২০২০ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা – দিনাজপুরের বীরগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিভিন্ন অফিস সহ সকল ধরণের সামাজিক কার্যক্রম, হাট-বাজার ও যানবাহন বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে বাসায় থাকতে গত ৫ দিন আগে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বিনা প্রয়োজনে যাতে কেউ বাইরে বের না হয় তা তদারকি করছে উপজেলা প্রশাসন সহ পুলিশ ও সেনাবাহিনী। এ পরিস্থিতে নিন্মআয়ের মানুষ বিপাকে পড়েছেন। তাদের কথা বিবেচনায় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেল থেকে রাত্রী ১০টা পর্য়ন্ত পৌরসভার উত্তর সুজালপুর, ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রাম ও সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের হতদরিদ্র, অসহায় বীর মুক্তিযোদ্ধা, বেকার হয়ে পড়া চা ও পান দোকানদার, দুঃস্থ রিক্সা ও ভ্যান চালক, বিধবা নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন ত্রাণ সামগ্রীর প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন। প্যাকেটটিতে ১০কেজি চাল, ১কেজি সয়াবিন তেল, ১কেজি মসুরের ডাল, ৩কেজি আলু, ১কেজি লবণ, ১টি ডেটল সাবান ও ১টি মাস্ক রয়েছে। ইউএনও মো. ইয়ামিন হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে দুঃস্থ ও ছিন্নমূল মানুষ যাতে খাবারের কষ্ট না পায় সে লক্ষ্যে প্রাথমিক ভাবে উপজেলার ১৫০০ পরিবারকে বাড়ি গিয়ে সরকারের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ্ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।