ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

নাট্য চর্চার মাধ্যমে সারা বিশ্বে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতে হবে—- হুইপ ইকবালুর রহিম এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :-বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, নাট্যচর্চার মাধ্যমে সারাবিশ্বে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নাটকের মাধ্যমে আমাদের প্রজন্মকে জানাতে হবে।
“জঙ্গী-অবক্ষয়-দূর্নীতি মানবে না এ সংস্কৃতি”- এই শ্লোগানকে সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর আয়োজনে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসবের আওতায় ৫দিনব্যাপী দিনাজপুর জেলা নাট্যোৎসবের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর জেলা নাট্যোৎসব বাস্তবায়ন কমিটি আহবায়ক রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারেক। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন উর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা নাট্যোৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শামীম রাজা। ৫দিনব্যাপী দিনাজপুর নাট্যোৎসবে ১৯ ফেব্রæয়ারী নবরূপীর নাটক ইত্যাদি ধরনের প্রভৃতি, ২০ ফেব্রুয়ারি প্রগতি সংঘ পার্বতীপুর উপজেলার আকশ্মিক ছন্দ পতন, আমাদের থিয়েটার দিনাজপুর এর বর্ণচোরা, পার্বতী থিয়েটারের মুজিব মানে মুক্তি ও দিনাজপুর নাট্য সমিতির নাটক কনক সরোজিনী নাটক শিল্পকলা একাডেমি মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে। সভার শুরুতে প্রধান অতিথি ইকবালুর রহিম এমপি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম কেক কেটে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতি শিখরে” শীর্ষক বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।
উল্লেখ্য ১২ফেব্রুয়ারি ৬৪ জেলার জাতীয় নাট্য উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য ২৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলায় শিল্পকলা একাডেমী মঞ্চে দিনাজপুরের ভৈরবী নাট্য গোষ্ঠী দল দানেশ উপ্যাখান নাটকটি মঞ্চস্থ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।