ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ভিডিও কনফারেন্সিংয়ে দপ্তর ও সংস্থা প্রধানদের নৌ প্রতিমন্ত্রীর নির্দেশ করোনার বিষয়ে সতর্ক থাকুন

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৩, ২০২০ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :-
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি করোনার মতো এ সংকট মুহূর্তে কেউ কোন্ অজুহাত দেখিয়ে কাজে বিঘœ ঘটাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দপ্তর ও সংস্থা প্রধানদের নির্দেশ দিয়েছেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সকলকে মেনে চলার আহবান জানান।
প্রতিমন্ত্রী আজ সচিবালয়স্থ অফিস  থেকে মন্ত্রণালয়ের অধিনস্থ দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলোচনার সময় এ নির্দেশনা দেন।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে দপ্তর ও সংস্থা প্রধানগণ তাদের কাজের সাথে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় জড়িত বলে উল্লেখ করনে। প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা, একে বিবেচনায় নিয়ে সামনের সময়গুলোতে কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে হবে।
ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতিতে করণীয় এবং চলমান কার্যক্রম অব্যাহত রাখতে দপ্তর ও সংস্থার ভূমিকার  বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এস ও পি) তৈরির জন্য দপ্তর ও সংস্থা প্রধানদের কাছে সুপারিশ চাওয়া হয়েছে। সুপারিশের আলোকে একটি এস ও পি তৈরি করে সংস্থার কাজগুলো সম্পন্ন করা হবে। দপ্তর ও সংস্থা প্রধানগণ ই-মেইলের মাধ্যমে  তাদের সুপারিশ প্রেরণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।