ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্যকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ————হুইপ ইকবালুর রহিম এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
অক্টোবর ১৯, ২০১৭ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :-জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি নতুন প্রজন্মদের আধুনিক জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে আগামী দিনের দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের তৈরী করার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসীসহ সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছেন। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার শেখ হাসিনার লক্ষ্যকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তবেই দেশ হবে সুখ সমৃদ্ধ বাংলাদেশ। আদিবাসী ছাত্রছাত্রীদের হতাশ না হওয়ার আহবান জানিয়ে বলেন, আদিবাসীরাও এ দেশের নাগরিক। আমরা যে সুযোগ, সুবিধা ভোগ করি তোমরাও সে সুযোগ সুবিধা ভোগ করবা। সমাজের মূল স্রোতে আদিবাসীদের আনতে হবে। আদিবাসীরা কোন সমস্যা নয়। হুইপ ইকবালুর রহিম এমপি ১৯ অক্টোবর  বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে আদিবাসী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ হুইল চেয়ার, রোগীদের বসার চেয়ার, সেলাই মেশিন, খেলার সরঞ্জামদি, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমানের সভাপতিতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট প্রমুখ। অনুষ্ঠান শেষে হুইপ ইকবালুর রহিম প্রতিবন্ধিদের হুইল চেয়ার প্রদান করলে প্রতিবন্ধিরা আনন্দ উৎসবে মেতে উঠে। অনুষ্ঠানে হতদরিদ্র ৩৮৫ জন ছাত্র ছাত্রীকে ৪ লক্ষ টাকা ও ৪৯৪ জন আদিবাসী ছাত্র ছাত্রীকে ৩ লক্ষ টাকা প্রদান করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।