ঢাকামঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৮

মোফাচ্ছিলুল মাজেদ
মে ৯, ২০১৭ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম ॥ দিনাজপুরে রাইস মিলে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকালে সুমনের (৩৫) মৃত্যু হয় বলে তার বাবা জাহাঙ্গীর জানান। সুমনের বাড়ি দিনাজপুর শহরের হাউজিং মোড় এলাকায়। সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে গত ১৯ এপ্রিল বেলা ১১টার দিকে বয়লার বিস্ফোরণে নারীসহ ২১ জন শ্রমিক দগ্ধ হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এর আগে ১৭ জনের মৃত্যু হয়। এখনও তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহাঙ্গীর জানান, সুমনকে প্রথমে এম আবদুর রহিম মেডিকেল ও পরে রংপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারিরীক অবস্থার অবনতি হ্ওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।