ঢাকাসোমবার , ৭ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

টুইটার ব্যবহারকারীদের গ্রেপ্তারের নির্দেশ

দিনাজপুর বার্তা
জুন ৭, ২০২১ ৩:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ টুইটার ব্যবহারকারী নাগরিকদের এখন থেকে বিচারের আওতায় আনা হবে। অ্যাপটি ব্যবহারকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের জন্য ফেডারেল আইনজীবীদের প্রতি নির্দেশনা জারি করেছে নাইজেরিয়ার সরকার। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। শনিবার দেশটির অ্যাটর্নি জেনারেল ও বিচার মন্ত্রীর দপ্তর এই নির্দেশনা জারি করে। টুইটার ব্যবহারকারী যেকোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনকে বিচারের আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়। এর আগে টুইটার কর্তৃপক্ষ দেশটির প্রেসিডেন্টের টুইট মুছে ফেলার পর শুক্রবার অনির্দিষ্ট কালের জন্য টুইটার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের দ্রুত শাস্তি নিশ্চিতের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে অনেক নাগরিক ভিপিএনের মাধ্যমে টুইটার ব্যবহার অব্যাহত রেখেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।