ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

কেমন রূপ নিতে পারে ভারতের করোনা পরিস্থিতি ?

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৯, ২০২১ ২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতে করোনা সংক্রমণ ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২শ ৮৫ জন। মোট মৃত্যু ২ লাখ ১১ হাজারের বেশি। আর দৈনিক সংক্রমণে রেকর্ড প্রায় ৩ লাখ ৬৩ হাজার শনাক্ত হয়েছে। ভারতের করোনা শনাক্তে প্রতিদিনই রেকর্ড ভাঙছে। রাজধানী দিল্লি, মুম্বাইয়ের মত বড় শহুরগুলো এখন মৃত্যুপুরী। স্থানের অভাবে বহু জায়গাকে অস্থায়ী শ্মশান হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভয়াবহ খবর হলো দেশটিতে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা নাকি- বর্তমান সংখ্যার কয়েক গুণ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সরকার প্রকাশিত সংখ্যার চেয়ে প্রকৃত আক্রান্তের সংখ্যা বহুগুণ বেশি। এ ছাড়া বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনে দেশটি করোনা আক্রান্ত ৫০ কোটিরও বেশি হতে পারে। প্রথম ঢেউয়ের পর স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে ভারতীয় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও সমালোচনা করেন তারা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী, ভারতে চলমান উচ্চ মৃত্যুহার আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত বজায় থাকবে। দৈনিক মৃত্যুহার ১৩ হাজারও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা বিশ্ববিদ্যালয়টির। হরিয়ানা, আসাম, পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে নতুন করে বেড়েছে সংক্রমণ। আর বেশ কয়েকটি রাজ্যে করোনা ঠেকাতে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার ও আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। খোলা থাকবে শুধু জরুরি সেবাগুলো। মঙ্গলবার কুম্ভমেলার আনুষ্ঠানিকতা শেষে এই কারফিউ জারি করা হলো। কুম্ভমেলায় অংশ নেযা ২ হাজারের বেশি মানুষ এরইমধ্যে আক্রান্ত। এদিকে দ্রুত সংক্রমণশীল নতুন ভারতীয় ভ্যারিয়েন্ট অন্তত ১৭টি দেশে মিলেছে। বি-১ ৬১৭ ভ্যারিয়েন্টটি ভারতের বর্তমান পরিস্থিতির জন্য অনেকটাই দায়ি বলে মনে করা হয়। তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের মত দেশ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।