ঢাকাবুধবার , ১৪ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে সব মসজিদে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

দিনাজপুর বার্তা
এপ্রিল ১৪, ২০২১ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ রমজান মাস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রান্সে একটি মসজিদের দেয়ালে ইসলাম বিদ্বেষী গ্রাফিটি আঁকার পর দেশটিতে সব মসজিদে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহরের একটি মসজিদ এবং মুসলিম কালচারাল সেন্টারের দেয়ালে রোববার ও গ্রাফিটি দেখতে পান মসজিদের একজন কেয়ারটেকার এবং স্থানীয় মুসলিম কমিউনিটির একজন সদস্য। ওই গ্রাফিটিতে ইসলাম এবং মুহাম্মদ (সা.)-কে অপমান করা হয়। সেখানে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু এবং ক্যাথলিজমকে ফ্রান্সের রাষ্ট্রধর্ম বানানোর কথা বলা হয়। এ ঘটনার পর রেনেসের সরকারি কৌঁসুলির অফিস তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডারমানিন এমন বিদ্বেষমূলক হামলার নিন্দা এবং ফ্রান্সের ৫৭ লাখ মুসলমানের প্রতি ‘একাত্মতা’ প্রকাশ করেন। তিনি বলেন, এই সাংস্কৃতিক ও ধর্মীয় সেন্টারে যে মুসলিম বিরোধী বক্তব্য লেখা হয়েছে তা অগ্রহণযোগ্য। ডারমানিন বলেন, ফ্রান্সে প্রার্থনার স্বাধীনতা একটি মৌলিক স্বাধীনতা। এ সময় ফ্রান্সের পুলিশ ও জেন্ডারমারি, যারা গ্রাম্য এলাকায় ছোট শহরগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকে তাদেরকে রমজানে মসজিদগুলোতে নজরদারি বাড়াতে আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।