ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে পাচার হওয়া ৭৫০ নারী ও শিশুকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৫, ২০১৭ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: গত বছর বিদেশে পাচার হওয়া ৬৫০ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। আরো ৭৫০ জনকে বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। শুক্রবার সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধবিষয়ক আইনের ওপর সংবাদকর্মীদের নিয়ে এক কর্মশালায় এসব কথা বলেন আয়োজকরা। শহরের একটি হোটেলে ওই আয়োজন করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও শিশুবিষয়ক বেসরকারি সংস্থা পিসিটিএসএন। আয়োজকরা জানান, শিশু পাচার একটি বড় ধরনের অপরাধে পরিণত হয়েছে। এই পাচাররোধে এখন সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতার মধ্য দিয়ে সমাজের এই ব্যাধি নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মশালায় শিশু সুরক্ষায় শুধু পাচার নয় বাল্যবিবাহরোধ, দারিদ্র্যবিমোচন, মা ও শিশুর পুষ্টি বৃদ্ধি, মানবপাচার প্রতিরোধ সেলের তৎপরতা ও পাচার রুটগুলোর ওপর কঠোর নজরদারির ওপর গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন মহিলা আইনজীবী সমিতির প্রকল্প পরিচালক মালিহা সুলতানা, জেলা সমন্বয়ক নাসিমা খাতুন, পিসিটিএসএনের আঞ্চলিক সমন্বয়ক মোহিত হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।