ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে করোনায় ক্ষতিগ্রস্ত দিনমজুররা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

দিনাজপুর বার্তা
মে ৯, ২০২১ ৩:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত গৃহকর্মী ও দিনমজুরদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ৮ মে শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ৫ শতাধিক ব্যক্তির মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৫ শতাধিক গৃহকর্মী ও দিনমজুরদের মাঝে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি ব্যাগ উপহার তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসীসহ জেলা প্রশাসকের কর্মকর্তারা।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, করোনাকালীন সময়ে বিশ্বে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনা প্রাকৃতিক দূর্যোগ। আল্লাহ চাইলে এই মহামারি একদিন শেষ হবে। মানুষ আবার স্বাভাবিক জীবনযাপন করবে এটিই আমারদের প্রত্যাশা। বর্তমানে আমরা এক অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করছি। তাই এই শত্রুকে মোকাবিলা করতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।