ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে ৭টি কারখানাকে জরিমানা

দিনাজপুর বার্তা
মে ৫, ২০২১ ৩:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

হাকিমপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের হিলিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে ৭টি সেমাই কারখানাকে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চন্ডিপুর এলাকায় পুলিশ ও বিএসটিআইয়ের সহায়তায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
এসময় কারখানাগুলোর উৎপাদিত সেমাইগুলো ধ্বংস করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি। এসময় প্রত্যেকটি কারখানাতেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সেগুলো বাজারজাত করছে। কিন্তু তাদের কাহারোই এ সংক্রান্ত কোন অনুমোদন ছিলনা। একারনে ৭টি সেমাই কারখানাকে ১লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমান আদালতের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।