ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বোদায় নদী খননের সময় বালুচাপা পড়ে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর বার্তা
এপ্রিল ২২, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা ॥
পঞ্চগড়েরে বোদায় ড্রেজার মেশিন দিয়ে নদী খননের সময় বালুচাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার বেংহাড়ী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর শিকারপুর গ্রামের করতোয়া নদীর পাড় থেকে আল আমিন (৮) ও হৃদয় (৭) নামের ২ জন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এলাকাবাসী সুত্রে জানা যায়, গত বুধবার বিকেলে হৃদয় ও আল-আমিন বাড়ির পাশে করতোয়া নদীর পাড়ে খেলতে যায়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী খননকালে অসাবধানতায় মেশিনের পাইপ থেকে উত্তোলন হওয়া বালুর নিচে তারা চাপা পড়ে। সন্ধ্যা হওয়ার একটু আগে ইফতারের সময় ২ জনের পরিবার তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করেন। তাদের খুঁজে না পেয়ে রাতে করতোয়া নদীতে খনন করা বালুতে খোঁজ করে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মৃত লাশ উদ্ধার করা হয়। নিহত আল আমিন ঐ এলাকার হাসান আলীর ছেলে ও হৃদয় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। বেংহাড়ী বনগ্রাম ইউ’পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বালু চাপায় ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।