ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর ফ্রাইডে ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

মোফাচ্ছিলুল মাজেদ
মে ১৫, ২০২০ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :- করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে দিনাজপুর সামাজিক উন্নয়ন ফ্রাইডে ক্লাবের উদ্যোগে দুই শতাধিক কর্মহীন, হত-দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
গত শুক্রবার সকাল ১০টায় নিমনগর, খোকন মেীলভীর মোড়, বালুবাড়ীতে মিনাল টেকনিক্যাল ইনষ্টিটিউট থেকে খাদ্য সামগ্রী বিতরনে অংশগ্রহনকালে প্রধান অতিথি দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক সৃজনীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক স্বরুপ বক্সি বাচ্চু করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে বলেন,
সবাই জানেন প্রানঘাতী করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁকিতে রয়েছে। তাই প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। বিশ্ব স্বাস্থ্যসংস্থা চিকিৎসক ও সর্বস্তরের মানুষকেই এই বিষয়ে সচেতন করছেন। শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে।


এই ত্রান বিতরনে ফ্রাইডে ক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম সাগর এবং সাধারন সম্পাদক মোঃ রেহাতুল ইসলাম খোকা ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলার সহ ক্লাবের সদস্যবৃন্দের মধ্যে মোঃ তাজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান ডাবলু, মোঃ মতিউর রহমান বিপ্লব, ইঞ্জিনিয়ার তুয়ার, সদিউল আলম পলাশ, মোঃ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।