ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে সামাজিক দুরত্ব বজায় রাখতে কাঁচা বাজার স্থানান্তর

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১৩, ২০২০ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সবজির বাজার স্থানান্তর করে শান্তির মোড়ে অবস্থিত কাস্টমস মাঠে স্থানান্তর করা হয়েছে। করোনার প্রকোপ থেকে জনসাধারকে রক্ষা করতে রোববারে এ বাজার স্থানান্তর করা হয়। বাংলাহিলি খাসমহল বাজারে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে হীমশিত খেতে হয় প্রশাসনকে। ফলে সামাজিক সামাজিক দুরত্ব বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। সবজি বিক্রেতা ও ক্রেতাদেরকে রক্ষা করতে এমন উদ্যোগকে সাধুবাদ জনিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সবাজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, হাটকমিটি আমাদের জানিয়েছে এখন থেকে প্রতিদিন বাংলাহিলি খাসমহল হাটের পরিবর্তে কাস্টসম মাঠে দোকান বসাতে হবে তাই এখানে দোকান দিয়ে বসেছি। বেচা-কেনাও ভালো হচ্ছে। সকাল থেকে এক হাজার টাকা বিক্রি করেছি।

উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম বলেন, বাংলাহিলি সবজি বাজার, পান সুপারি ও মাছে বাজার গুলোতে কোন ভাবে মানুষের ঢল কমানো যাচ্ছে না । তাই সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য কাস্টমস মাঠে কেনাকাটা করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।