ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে পুকুর খননে ১৮কেজি ওজনের কষ্টিপাথর মূর্তি উদ্ধার

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১০, ২০২০ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে পুকুর
খনন করতে গিয়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের গন্ডারঝাড় গ্রামে হরিপুকুর পুনঃখনন করতে
গিয়ে পুকুরের মাঝখানের ৮-১০ ফুট নিচ থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পুকুরের মালিক হোসেন
হাজীর কাছ থেকে নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ মূর্তিটি
তাঁর বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনকে
অবগত করেন । পরে সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের নিকট
কষ্টিপাথর মূর্তি হস্তান্তর করেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার।

মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম জানান, মূর্তির দৈর্ঘ্য
অনুমানিক আড়াই ফুট, প্রস্থ এক ফুট, ওজন ১৮ কেজি।উদ্ধারের পর মূতিটি কী পাথরের পরীক্ষা করার জন্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়ামিন হোসেন আজ রাতেই পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা প্রশাসকের
কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটিকে জেলা প্রশাসকের (রাষ্ট্রীয়) কোষাধারে
জমা রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।