ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০১৯
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

গাছ প্রিয় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননায় চিরবিদায়

মোফাচ্ছিলুল মাজেদ
নভেম্বর ২০, ২০১৯ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সদর উপজেলার উথরাইল ইউনিয়নের মুরাদপুর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন সরকার (৭০) গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বুধবার বিকাল ৪টার দিকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকারকে রাষ্ট্রীয় সম্মানা (গার্ড অব অনার) প্রদান করে দাফন কার্য সম্পন্ন করা হয়।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিমের উপস্থিতিতে পুলিশ সদস্যরা তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

গাছ প্রিয় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রুহুল আমিন সরকার নিজ এলাকায় হাজার হাজার গাছ রোপন করেছেন বলে এলাকাবাসী জানান। সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম বলেন, ‘রুহুল আমিন সরকার ছিলেন একজন গাছ প্রিয় মানুষ। তিনি এলাকায় বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ নিজ হাতে রোপন করেছেন। শুধু তাই নয়, এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে তিনি বিভিন্ন ধরণের শিক্ষণীয় কাজ করেছেন। শিশুদের ভালোবেসে তিনি প্রায় মিষ্টি খাওয়াতেন।’
দাফনকার্য শেষ করার পর জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম প্রয়াত মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকারের পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছিলেন। প্রয়াত মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের দেশের প্রকৃত নায়ক ছিলেন তাঁরাই। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।’

জেলা প্রশাসক মাহমুদুল আলম পরিবারের সদস্যদের যেকোন সময় জেলা প্রশাসকের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘যেকোন সময় জেলা প্রশাসকের দরজা আপনাদের জন্য খোলা থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সব ধরণের সহযোগিতা করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।