ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীন অর্থনীতি শক্তিশালী হলে, দেশ সমৃদ্ধ হবে -খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১৩, ২০১৭ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম : মীর মোঃ মোশারফ হোসেন বোচাগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশে পৌছাতে যাযা করা দরকার বর্তমান সরকার তাই করে যাচ্ছে। তিনি বলেন গ্রামীন অর্থনীতি শক্তিশালী হলে দেশ সমৃদ্ধ হবে। বর্তমানে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পদার্পন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক ভাবে দেশ পরিচালনা করার কারনে বিদেশের মাটিতেও দেশের আত্ম মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে তথ্য সন্ত্রাস সহ গভীর ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচন যাতে অর্থবহ হয় এজন্য তিনি দেশের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।  ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন প্রকল্প টি আরের অর্থ বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে  এমপি উরোক্ত কথাগুলো বলেন। এসময় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রবিউল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে প্রধান অতিথি ৪৪টি প্রকল্পে টি আরের ৯লক্ষ ৯০হাজার  টাকা ও প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রেরিত ৬২ জন নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।