ঢাকারবিবার , ২৭ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ক থেকে সিনেমা আমদানি করছেন তিতাশ কথাচিত্র

দিনাজপুর বার্তা
জুন ২৭, ২০২১ ৩:২১ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ তুরস্কের টিভি সিরিয়াল বাংলাদেশে জনপ্রিয়। কয়েক বছর আগে তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘সুলতান সুলেমান’ বাংলায় ডাবিং করে টেলিভিশনে প্রচার করলে সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার তুরস্ক থেকে ছয়টি সিনেমা আমদানি করছেন আমদানিকারক প্রতিষ্ঠান তিতাশ কথাচিত্র। সম্প্রতি তুরস্কের ছয়টি সিনেমা বাংলায় ডাবিং করে সেন্সরে প্রদর্শন করা হয়। সিনেমাগুলো দেখে সেন্সর সদস্যরা মুগ্ধ হয়ে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র দিয়েছেন বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো তুরস্কের সিনেমা দেশের টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে। এরইমধ্যে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেছে প্রযোজনা সংস্থা। পাশাপাশি প্রেক্ষাগৃহে সিনেমাগুলো মুক্তির কথাও ভাবছেন তারা। এ প্রসঙ্গে তিতাশ কথাচিত্রের কর্ণধার আবুল কালাম আজাদ বলেন, ‘প্রথমবার কোনো টিভি চ্যানেলে তুরস্কের সিনেমা প্রচার হতে যাচ্ছে। সেন্সর সদস্যরা সিনেমাগুলো দেখে মুগ্ধ হয়েছেন। আশাকরছি দর্শকদেরও ভালো লাগবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।