ঢাকাসোমবার , ২১ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘ঘোর’

দিনাজপুর বার্তা
জুন ২১, ২০২১ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’। দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমি ফিল্ম সোসাইটির সহযোগিতায় চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়েছে ৮ দিনের এই উৎসব। এখানে চতুর্থ দিন ২১ জুন সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হবে কবি বীরেন মুখার্জী নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘ঘোর-দ্য ইনটেন্স অব লাইফ’। এ প্রসঙ্গে চলচ্চিত্রের কো-অর্ডিনেটর এসডি প্রিন্স বলেন, ‘দেশের জাতীয় উৎসবে আমাদের স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে, এ খবরে টিমের সবাই আনন্দিত। ২০১৯ সালের মার্চে কলকাতার নন্দনে অনুষ্ঠিত সার্কদেশভুক্ত আট দেশের চলচ্চিত্র নিয়ে ‘দ্বিতীয় দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব ২০১৯’-এ চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয়। অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ সাময়িকীতে ১৯৯৭ সালে বীরেন মুখার্জীর ছোটগল্প ‘মস্তকহীন থেকে ‘ঘোর-দ্য ইনটেন্স অব লাইফ’র চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন তিনি। অভিনয় শিল্পীরাও খুব দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ কবি ও নির্মাতা বীরেন মুখার্জী বলেন, মুক্তিযুদ্ধের পর আহত এক বীরমুক্তিযোদ্ধার জীবনসংগ্রাম, দাম্পত্যপ্রেম ও সংকট ‘ঘোর-দ্য ইনটেন্স অব লাইফ’ চলচ্চিত্রের কাহিনিতে গুরুত্ব পেয়েছে। একটি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে গল্পটি লেখা হয়। বাঙালির নিজস্ব ঐতিহ্য-দর্শনও উঠে এসেছে কাহিনিতে। তিনি চলচ্চিত্রের শিল্পী ও কুশলীদের অভিনন্দন জানান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, আগামী ২৫ জুন সন্ধ্যা সাড়ে ছয়টায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এ বছর উৎসবে স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র মিলে মোট ১১৯ টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।