ঢাকারবিবার , ১৮ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাকসিনের চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন আলমগীর-রুনা লায়লা

দিনাজপুর বার্তা
এপ্রিল ১৮, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে কোভিশিল্ড ভ্যাকসিনের ২য় ও চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন কিংবদন্তি দম্পতি আলমগীর-রুনা লায়লা। শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এণ্ড ইউরোলজি হাসপাতালে তারা টিকাটি গ্রহণ করেন। তাদের সঙ্গে একইভাবে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ। আঁখি আলমগীরবলেন, ‘২য় ডোজ নেওয়ার পর সবাই একটু স্বস্তি পেলাম। কিন্তু আমরা জানি, এরপরেও মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনেই আমাদের চলতে হবে। এ ছাড়া উপায় নেই।’ গত ১৪ ফেব্রুয়ারি এই দম্পতি সপরিবারে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। তখন সবাইকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়ে রুনা লায়লা বলেন, ‘যারা ভ্যাকসিন নিতে এখনও দ্বিধায় আছেন বা অনিচ্ছুক, তাদের সবাইকে বলবো এটা একেবারে নিরাপদ। আমি সবাইকে দৃঢ়ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার নিজের সুরক্ষা এবং আপনার পরিবারসহ চারপাশের সকলের জন্য যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিন। আল্লাহ সবার মঙ্গল করুক।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।