ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ফের একসঙ্গে সজল-স্বাগতা

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৫, ২০১৭ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪ ডেক্স //  বিনোদন: টিভি নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সজল ও অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তবে দু’জন এক ফ্রেমে বন্দি হয়ে কাজ করেছেন তিন বছর আগে। এতদিন দু’জন ভিন্ন ভিন্ন নাটকে অভিনয় করেছেন। অবশ্য এবার দীর্ঘ বিরতির অবসান হলো সজল-স্বাগতার। তিন বছর পর আবারো জুটি বেঁধেছেন তারা। আর তাদের একফ্রেমে বন্দি  করেছেন নির্মাতা মাহমুদ দিদার। তার পরিচালনায় নাটকটির নাম ‘পৌষের বুকে হিম’। এ প্রসঙ্গে সজল বলেন, তিন বছর আগে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। সেটি ছিল খুব সম্ভবত মাতিয়া বানু শুকুর পরিচালনায় ‘নকশিকাঁথা’। মাহমুদ দিদারের পরিচালনায় ‘পৌষের বুকে হিম’ নাটকটির গল্প সত্যিই ভিন্ন রকম। গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত মানুষের বেলুন বিক্রেতা হয়ে ওঠার গল্প থাকছে। কাজ করতে গিয়ে চরিত্রের মাঝে ভিন্নতা খুঁজে পেয়েছি। বিশেষ করে দারুণভাবে উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে নাটকটি। স্বাগতা বলেন, সজল ভাইয়ের সঙ্গে অনেকদিন পর কাজ করলাম। তিনি দারুণ মজার একজন মানুষ। শুটিংয়ে খুব মজা হয়েছে। তবে ভালো লাগছে এ জন্য, নাটকটির গল্প খুবই সুন্দর। গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে এটি নির্মাণ করা হয়েছে। দর্শকের জন্য ভিন্ন একটি চমক হতে পারেই আমার ধারণা। নির্মাতা জানিয়েছেন, সমপ্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা ও মগবাজার পুলিশ স্টেশনে নাটকটির দৃশ্যায়ন হয়েছে। শিগগিরই এটি একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।