ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

করোনা প্রতিরোধে বোদায় দোকানপাট বন্ধ, রাস্তাাঘাট প্রায় শূন্য আইন প্রয়োগকারি সংস্থার টহল জোরদার

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৬, ২০২০ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে মাঠে নানামুখি তৎপরতা চালাচ্ছেন থানা পুলিশসহ আইন প্রয়োগকারি সংস্থার লোকেরা। উপজেলার শহর ঘুরে দেখা যায় করোনা প্রাদুর্ভাবে সতর্কতা হিসাবে দোকানপাট বন্ধ রয়েছে। যাত্রী পরিবহন যানবাহনসহ জন চলাচল নিরুৎসাহিত করতে রাস্তায় রাস্তায় অভিযান চালাচ্ছেন তারা। এতে ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন অতি প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে ঘুরে বেড়ানো মানুষেরা। টহল দেওয়ার পাশাপাশি করোনার ভয়াবহতা সম্পর্কে হ্যান্ড মাইকে প্রচারনা চালাচ্ছেন উপজেলা প্রশাসন ও বোদা পৌরসভা। দোকানপাট বন্ধ ঘোষণাসহ জনসমাগম এড়িয়ে চলতে বলেছে । একই সাথে সাপ্তাহিক হাট-বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে। জনসমাগম ও দুরত্ব নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর নেতৃত্বে থানার অফিসার্স ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান সহ থানা পুলিশ রাস্তায় রাস্তায় টহল অভিযান চালাচ্ছে। জনসমাগম এড়িয়ে মানুষকে ঘরে ফিরে যেতে বার বার অনুরোধ করছে প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেছে উপজেলা প্রশাসন। দেশে করোনাভাইরাসের মোকাবেলায় সরকার ইতোমধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে পঞ্চগড় জেলা প্রশাসক জনসাধারণকে ২৬ মার্চ সকাল ৬ টা থেকে অতিজরুরী কাজ যেমন-খাদ্য ও ঔষধ ক্রয়, চিকিৎসা ছাড়া কোনো ভাবেই বাড়ীর বাইরে বের না হতে গণবিজ্ঞপ্তি জারি করেছে। উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, করোনা মহামারী মোকাবেলায় সংক্রমণ ঠেকাতে উপজেলার সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। সাপ্তাহিক হাট গুলো বন্ধ থাকবে। তবে জনসমাগম পরিহার করে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা যাবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।